
ঈদুল আযহার বন্ধ ও কঠোর লকডাউনের জন্য চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানিকৃত পণ্যবাহী কনটেইনারের চাপ৷ পূর্বে করা অর্ডার অনুযায়ী বন্দরে পণ্যবাহী জাহাজগুলো এসব কন্টেইনার নিয়ে আসছে৷ কিন্তু শ্রমিক সংকট ও চলাচলে বিধিনিষেধ থাকায় বন্দর থেকে খালাস হচ্ছে না এসব কন্টেইনার। ফলে জটলা ক্রমশই বাড়ছে। .
চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৫০,০০০ কন্টেইনার রাখা সম্ভব। শনিবারের প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট কন্টেইনার সংখ্যা দাড়ায় ৪২,৫৭১ টি৷ আজও জমা হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা বহু কন্টেইনার৷ তাই জায়গা সংকটের আশংকা জোড়ালো হচ্ছে ক্রমশই৷ .
এক্ষেত্রে দ্রুত ইমার্জেন্সি ব্যাবস্থার মাধ্যমে কন্টেইনার খালাস ও বেসরকারি ডিপোতে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে৷ . .
ডে-নাইট-নিউজ / আসিফ আলম চট্টগ্রাম
আপনার মতামত লিখুন: